নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের অন্ধ মহিলা ক্রিকেট দলের সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। অন্ধ ক্রিকেট দলের সদস্যরা নরেন্দ্র মোদির হাতে তাদের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার হিসাবে তুলে দেন। পক্ষান্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্বাক্ষরিত একটি বল ভারতীয় ক্রিকেট দলের হাতে তুলে দেন। কলম্বো তে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল কে ৭ উইকেটের বিনিময়ে হারিয়ে প্রথমবারের জন্য জয়ী হয় ভারতীয় ক্রিকেট দল। তাদের অভিনন্দন জানাতে প্রত্যেকের মুখে মিষ্টি, তার স্বাক্ষরিত একটি বল অন্ধ মহিলা ক্রিকেট দলের হাতে তুলে দেন।প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জানান তাদের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি খুবই আনন্দিত।
