বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেস আদিবাসী শাখার উদ্যোগে এক রাজনৈতিক কর্মী সভা অনুষ্ঠিত হলো তালিত গৌরেশ্বর হাই স্কুল প্রাঙ্গনে। এদিন সভায় রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি আদিবাসী সমাজের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন রাজ্য আদিবাসী শাখার চেয়ারম্যান দেবু টুডু। দিকে দিকে আদিবাসীদের উপর অত্যাচারের তথ্য ও তুলে ধরেন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব সময় আদিবাসীদের পাশে আছেন। জন প্রতিনিধিত্বের ক্ষমতায় আদিবাসীদের প্রাধান্য দেওয়া, মন্ত্রিসভায় আদিবাসীদের গুরুত্ব দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেছেন।
উপস্থিত ছিলেন মন্ত্রী ও রাজ্য তৃণমূল কংগ্রেস আদিবাসী শাখার সভাপতি বীরবাহা হাঁসদা, রাজ্য আদিবাসী শাখার চেয়ারম্যান দেবু টুডু, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেসের সহ-সভাপতি কাকলি গুপ্ত, পূর্ব বর্ধমান জেলা আদিবাসী শাখার সভাপতি তারক টুডু, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার প্রমুখ রাজনৈতিক ব্যক্তিত্ব। সভাপতিত্ব করেন বর্ধমান ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানষ ভট্টাচার্য।
বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর হাতে ধামসা মাদল এবং আদিবাসী মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয় বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
