নিজস্ব প্রতিনিধি : বর্ধমান শহরের দিঘীরপাড় মোড় এলাকায় একটি বেসরকারি নার্সিংহোম উদ্বোধনে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিথ কুমার মালিক। নার্সিংহোমে নাম গীতাঞ্জলি হসপিটাল। বর্ধমান শহরের বিশেষ করে নবাব হাট এলাকায় দিনের পর দিন হয়ে চলেছে নার্সিং হোম। এই নবাবহাট এলাকা চত্বরে প্রায় 30 টির মত নার্সিংহোম দেখা যায়। পাল্লা দিয়ে বেড়ে চলেছে নার্সিংহোম। গীতাঞ্জলি নার্সিংহোম উদ্বোধনে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক, গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজিনা বিবি, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মহ সাদ্দাম হোসেন, বর্ধমান ১ ব্লক তৃণমূল সংখ্যালঘুসলের সভাপতি শেখ আসগর ছাড়াও এলাকার পঞ্চায়েত সদস্য সন্তু ঘোষ।এই নার্সিংহোম উদ্বোধনে এলাকার বিধায়ক নিশিথ কুমার মালিক বলেন, সরকারি সমস্ত নিয়ম-কানুন মেনে এই নার্সিংহোম চলবে। এখানে আগত পেশেন্টদের খুব যত্ন সহকারে সেবা প্রদান করবে, সরকারি প্রকল্প স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে যাতে সঠিক পরিষেবা ও সঠিক ট্রিটমেন্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নার্সিংহোমের যেকোনো সহযোগিতায় আমরা তাদের পাশে আছি। নতুন নার্সিংহোমের সমস্ত কর্তা ব্যক্তিকে আমরা শুভেচ্ছা জানাই। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মহ সাদ্দাম হোসেন বলেন, গীতাঞ্জলি নামটি কবি গুরুর একটি নোবেল নাম। এই নোবেল নামের যথার্থতা বজায় রাখবে। স্বাস্থ্য দপ্তরের সমস্ত নিয়মাবলী মেনে চলবে এটা আশা রাখি, শুভেচ্ছা জানাই।




