নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ পুলিশে ব্যাপক রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। দশটি জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন থানার ১৭৫ জন আধিকারিকের রদবদল করা হলো। রদ বদলে তালিকায় জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার আই.সি, সি.আই থেকে শুরু করে অন্যান্য পুলিশ আধিকারিক গণ।
বিভিন্ন থানায় রদ বদলের তালিকা:







