নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে ভ্রাম্যমান সুস্বাস্থ্য কেন্দ্র। আজ সগরাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাঁকো গ্রামে ভ্রাম্যমান সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে এলাকার মানুষজনের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জয়রাম হেমব্রম। সেই ২২ শে নভেম্বর থেকেই শুরু হয় জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় মানুষের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবার উদ্দেশ্যে ভ্রাম্যমাণ সুস্বাস্থ্য কেন্দ্র। এই সুস্বাস্থ্য কেন্দ্রে এলাকার মানুষজনদের চিকিৎসা পরিষেবায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মদক্ষ বিশ্বনাথ রায় ও সগরাই এর উপপ্রধান।
সাঁকো গ্রামের ভ্রাম্যমাণ সুস্বাস্থ্য কেন্দ্রর কয়েকটি মুহূর্ত:





