নিজস্ব প্রতিনিধি: নভেম্বরের প্রথমে শুরু হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন। BLO রা প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন। ফরম পূরণ হলে আবার জমা নিচ্ছেন। ফরম পূরণে সহযোগিতায় থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত করে ক্যাম্প করে এলাকায় এলাকায় মানুষ জনদের সহযোগিতার চেষ্টা করছেন। তার মধ্যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তারা প্রত্যেকটি বুথে, অঞ্চলে, ব্লকে এবং বিধানসভায় ক্যাম্প ও ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত করেছে। ঠিক সেই মতো পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৈরী হয়েছে ওয়্যার রুম। ওয়ার রুমে উপস্থিত থাকছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর শেখ ইসমাইল, রাজ্য আদিবাসী শাখার চেয়ারম্যান দেবু টুডু, বর্ধমান ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মহ সাদ্দাম হোসেন, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি পিকু ক্ষেত্রপাল, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শেখ আজিজুল ছাড়াও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ব। ওয়ার রুমে বসে SIR সংক্রান্ত বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করছেন পাশাপাশি মানুষজনদের সহযোগিতা করা হচ্ছে। গতকালই এই ক্যাম্প দেখতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।




